আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির মনোনয়নপত্র নিলেন কণ্ঠশিল্পী বেবী নাজনীন ও চিত্রনায়ক হেলাল খান। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
বেবী নাজনীন নিলফামারী-৪ এবং হেলাল খান সিলেট-৬ আসন থেকে নির্বাচন করতে চান।
মনোনয়নপত্র সংগ্রহের পর বেবী নাজনীন সাংবাদিকদের বলেন, ‘বিএনপি গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে যাচ্ছে। আমিও তার শরিক হয়ে নির্বাচনে প্রার্থী হতে চাই। নির্বাচিত হয়ে নীলফামারীর মানুষের জন্য কাজ করতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি দীর্ঘদিন এলাকায় কাজ করে যাচ্ছি। তাই আমার বিশ্বাস এই আসনটি ম্যাডামকে উপহার দিতে পারবো।
মনোনয়নপত্র নেওয়ার পর বিএনপির সাংস্কৃতিক সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সাধারণ সম্পাদক হেলাল খান বলেন, বিরানীবাজার সিলেট-৬ আসন থেকে আমি নির্বাচন করতে চাই। আমরা প্রত্যাশা করছি দেশের জনগণ ধানের শীষে ভোট দিতে অধীর আগ্রহে বসে আছে। ইনশাল্লাহ আমরা জয় যুক্ত হবো, বাংলাদেশ সুশাসন ফিরে পাবে এবং বিএনপির চেয়ারপার্সন খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবে।