

নিজস্ব সংবাদদাতা #
ফরিদপুরের বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল নূর মোহাম্মদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার সকাল ১১টার দিকে ঝিনাইদহের আলিয়া মাদ্রাসা মসজিদ প্রাঙ্গনে জানাযা শেষে তাঁকে কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।
গত রাত ১টা ৫০ মিনিটের দিকে তিনি ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। সপ্তাহখানেক আগে করোনার উপসর্গ দেখা দেয় তাঁর। এরপর দু’দিন আগে পরিস্থিতির অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
নূর মোহাম্মাদ স্যার ঝিনাইদহ সদরের অত্যন্ত জনপ্রিয় একজন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ছিলেন।
ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুরে বায়তুল মোকাদ্দেম ইন্সটিটিউট তাঁরই হাতে গড়া। অক্লান্ত পরিশ্রম আর মেধাবী উদ্যোগে শিক্ষা প্রতিষ্ঠানটি সেসময় অল্পসময়ে এই জেলা শহরে নজর কাড়তে সক্ষম হয়। এখানকার মানসম্পন্ন পড়াশুনা এবং দৈনন্দিন জীবনযাপনের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের অবদান ও শিক্ষকদের তদারকির বিষয়টি অভিভাবকদের মাঝে ব্যাপকভাবে সমাদৃত হয়েছিল। অধ্যক্ষ নূর মোহাম্মদের হাত ধরেই ফরিদপুরের কিন্ডার গার্ডেন স্কুলের যাত্রা শুরু। তিনি এই শহরের অসংখ্য মানুষের প্রিয় ও আস্থাভাজন হয়ে আছেন। ফরিদপুর ছেড়ে তিনি আবার ঝিনাইদহে ফিরে গেলে সেখানেও তিনি বাপক জনপ্রিয়তা লাভ করেন এবং বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন।
তাঁর বড় ছেলে ইফতেখার মুজাহিদ (অর্থনীতি, ইসলামী বিশ্ববিদ্যালয়) বর্তমানে একটি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। অপর ছেলে সাউফ আফ্রিকা এবং একমাত্র মেয়ে ইউরোপে আছেন।