কে এম রুবেল।
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সাবেক মহাসচিব ও সভাপতি এবং বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের মহাসচিব সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দীন নাছিম এর আশু রোগ মুক্তি কামনায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফরিদপুর এর আয়োজনে দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালকের কার্যালয়ের প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত দোয়া মাহ্ফিলে অংশ গ্রহণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ রিফাতুল হোসাইন, উপ পরিচালক কৃষিবিদ ড. মো. হজরত আলী, সাধারণ সম্পাদক কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, ফরিদপুর শাখা ও বিএডিসি বীজ এর উপপরিচালক (ডাল ও তৈল বীজ) মাহমুদুল ইসলাম খান জিয়া, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লহ্ মো. আহসান, জেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, ফরিদপুরের কৃষিখাতের সকল প্রতিষ্ঠানের প্রধানগন, সকল পর্যায়ের কৃষিবিদ, কর্মকর্তা ও কর্মচারীগণ।
