মেহেদী কবির সুমন।
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ৮ দালালকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিযে তাদের আটক করে। এ বিষয়ে শুক্রবার দুপুর ১২টায় কোতয়ালী থানা পুলিশের পক্ষ থেকে প্রেস বিফ্রিংয়ের আয়োজন করা হয়।
প্রেস বিফ্রিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় কতিপয় দালাল চক্র, প্রতারক ও চাঁদাবাজ সন্ত্রাসীরা বিভিন্ন এলাকা হতে আগত অসুস্থ্য রোগীদের গাড়ী গতিরোধ করে প্রতারনার মাধ্যমে চাঁদা আদায় করতো। হাসপাতালে আসা এসব রোগী ও তাদের স্বজনদের সাথে প্রতারনার মাধ্যমে প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে গিয়ে জোরপূর্বক টাকা আদায় করতো। তাছাড়া রোগীদের চিকিৎসাপত্র নিয়ে ঔষধ কিনে বেশী দাম ধরিয়ে দেওয়া হতো। রোগী ও তাদের স্বজনেরা টাকা দিতে অস্বীকার করলে ভয়ভীতি ও হুমকি দিয়ে টাকা নেওয়া হতো। জেলা ও জেলার বাইরে থেকে আসা রোগী ও তাদের স্বজনদের বলা হয় সরকারী হাসপাতালে চিকিৎসা ভালো হয়না। ভালো চিকিৎসা পেতে হলে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালে ভর্তি হতে হবে। তারা এমন মিথ্যা প্রলোভন দেখিয়ে রোগীদের অখ্যাত হাসপাতাল ও ক্লিনিকে নিয়ে যেতো। এমন অভিযোগের ভিক্তিতে অভিযান পরিচালনাকালে শাহীন শেখ, রাসেল শেখ, জামাল প্রমানিক ওরফে নাছির, প্লাবন মোল্যা, কামরুজ্জামান ওরফে রাব্বি শেখ, নাহিদ মধা, শহিদুল বিশ^াস, রোমান হোসেনকে আটক করা হয়। প্রেস বিফ্রিং থেকে বলা হয়, একশ্রেনীর ক্লিনিক মালিক দালালদের মাধ্যমে রোগী ভর্তি করে তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে লাভবান হচ্ছিল। এ চক্রের সাথে যারা জড়িত রয়েছে তাদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে প্রেস বিফ্রিং থেকে জানানো হয়। এ ঘটনায় কোতয়ালী থানায় মামলা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোতযালী থানার ওসি এম এ জলিল, ওসি তদন্ত আবুল খায়ের।
