কামরুজ্জামান সোহেল।
ফরিদপরের সদর উপজেলার সদ্য নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা জানিয়েছেন। শুক্রবার বেলা ১০টার দিকে ফরিদপুরের শেখ রাসেল ক্রীড়া কমপ্লেক্সের সামনে থেকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন এবং আওয়ামী লীগের নেতারা টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওয়ানা হন। পরে বেলা সাড়ে ১২টার দিকে জাতির পিতার সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, পৌরমেয়র অমিতাভ বোস, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুল হক মাসুদ, কে এম সেলিম, শেখ মোঃ ইছাহাক, আবদুর রহমান ফকির, যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজিব, বিজ্ঞান ও প্রযুক্ত বিষয়ক সম্পাদক সৈয়দ সোহেল রেজা বিপ্লব, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক খায়রুদ্দিন মিরাজ, সাংগঠনিক সম্পাদক জাহিদ বেপারী, আবু নাঈম, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আসগর মানিকসহ জেলার নেতৃবৃন্দ। নব নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে ছিলেন ঈশান গোপালপুরের শহিদুল ইসলাম মজনু, আলিয়াবাদের ওমর ফারুক ডাবলু, নর্থ চ্যানেলের হাজী মোফাজ্জেল হোসেন, চরমাধবদিয়ার তুহিনুর রহমান খোকন মন্ডল, ডিক্রিরচরের মেহেদী হাসান মিন্টু, কৈজুরীর সিদ্দিকুর রহমান ফকির, কৃষ্ণনগরের বাহারুল আলম বাদশা, মাচ্চরের জাহিদ মুন্সী, গেরদার শাহ মোঃ এমার হক, কানাইপুরের আলতাফ হোসেন।