কামরুজ্জামান সোহেল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটির সদস্যরা। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক ও সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফের নেতৃত্বে জেলার নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের নেতৃবৃন্দও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এসময় জাতির পিতা ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। পরে টুঙ্গিপাড়া জেলা পরিষদের হল রুমে আওয়ামী লীগের প্রথম যৌথসভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয়। শামীম হকের সভাপতিত্বে এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, যুগ্ম সম্পাদক অমিতাভ বোস। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আজম খসরু, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, সাইফুল আহাদ সেলিমসহ নেতৃবৃন্দ। যৌথ সভায় জেলা কমিটির সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, মোঃ ফারুক হোসেন, মাসুদুল হক মাসুদ, শহীদুল আলম, শেখ মোঃ ইছাহাক, মাইনুদ্দিন আহমেদ মানু, সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, কে এম সেলিম, বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ফকির, আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক অমিতাভ বোস, শওকত আলী জাহিদ, আইন বিষয়ক সম্পাদক এড.অনিমেষ রায়, কৃষি ও সমবায় সম্পাদক দীপক কুমার মজুমদার, তথ্য ও গবেষনা সম্পাদক আমিনুল ইসলাম রিপন, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক শামসুল বারী সানু, দপ্তর সম্পাদক সৈয়দ আলী আশরাফ পিয়ার, ধর্ম সম্পাদক মাওলানা শহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজিব, বন ও পরিবেশ সম্পাদক সাইফুর রহমান মিরন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল রেজা বিপ্লব, মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাওনেওয়াজ, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ নজরুল ইসলাম, শিক্ষা ও মানবসম্পাদ সম্পাদক খায়রুদ্দীন মিরাজ, শিল্প ও বাণিজ্য সম্পাদক এ্যাড.জামাল হোসেন মিয়া, শ্রম সম্পাদক ফাইজুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিয়াকত হোসেন মোল্যা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড.জাহিদ বেপারী, আবু নাইম, মনির হোসেন, উপ দপ্তর সম্পাদক আনিসুর রহমান, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, কোষাধ্যক্ষ যশোদা জীবন দেবনাথসহ উপদেষ্টা কমিটির সদস্যরা। সভায় শামীম হক বলেন, মাননীয় প্রধনমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথাই শেষ কথা। দলের মধ্যে কোন গ্রুপিং করা চলবে না। দলের গঠনতন্ত্র মেনে দল চলবে। যারা দলের বিপক্ষে গিয়ে কাজ করবে কিংবা গ্রুপিং সৃষ্টির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। শামীম হক আরো বলেন, বিগত দিনের তুলনায় ফরিদপুর জেলা আওয়ামী লীগ অনেক এক্যবদ্ধ ও শক্তিশালী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যেসব প্রার্থীকে নৌকা প্রতিক দেবেন তাদের সকলকে বিজয়ী করতে আমরা কাজ করে যাবো।
