নগরকান্দা রাজনীতি

ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগে ৭ বিএনপিতে ২

আবু নাসের হুসাইন #
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২, (সালথা-নগরকান্দা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেছেন ৭জন সম্ভাব্য প্রার্থী। এছাড়াও বিএনপির কার্যালয় থেকে ২জন মনোনয়ন সংগ্রহ করেছেন বলে জানা গেছে।
বিভিন্ন সুত্রে জানা যায়, আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রথমে মনোনয়ন সংগ্রহ করেন জাতীয় সংসদের সংসদ উপনেতা ও ফরিদপু-২, আসনের বর্তমান সাংসদ সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও আওয়ামী লীগের মনোনয়ন সংগ্রহ করেন সাবেক এমপি ও ফরিদপুর জেলা শ্রমিকলীগের সহসভাপতি সাইফুজ্জামান চৌধুরী জুয়েল, জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব:) আতমা হালিম, কেন্দ্রীয় যুবলীগ নেতা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক এ্যাড. জামাল হোসেন মিয়া, বিমান বাহিনীর সাবেক এয়ার কমডোর কাজী দেলোয়ার হোসেন, সংসদ উপনেতার জৈষ্টপুত্র ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়মন আকবর বাবলু চৌধুরী, জেলা কৃষকলীগের সাংগঠণিক সম্পাদক সাংবাদিক লায়েকুজ্জামান।
অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরিদপুর-২ আসনের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন বিএনপির সাবেক মহাসচিব মরহুম কেএম ওবায়দুর রহমানের কন্যা কেন্দ্রীয় সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু ও কেন্দ্রীয় সহ-সাংগঠণিক সম্পাদক এবং যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শহীদুল ইসলাম বাবুল। এছাড়াও জাকের পার্টি, জাতীয় পার্টি, জাতীয় পার্টি জেপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর একক প্রার্থী মনোনয়ন নিয়েছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *