বোয়ালমারী

ফরিদপুর-১ আসনে সরকারের উন্নয়নের প্রচারনায় কাজী সিরাজ

বোয়ালমারী অফিস #
ফরিদপুর -১ (আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম বোয়ালমারী ও মধুখালী উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক শো-ডাউনের মধ্যে বর্তমান সরকারের উন্নয়নের প্রচারনা চালিয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে বোয়ালমারী উপজেলা থেকে পাঁচ শতাধিক মোটর সাইকেল বহর নিয়ে সাতৈর বাজার, কাদিরদী বাজার, মাঝকান্দী মোড়, মধুখালী রেলগেট, মধুখালী বাজার, বাগাট বাজার, কামারখালী বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যানার, ফেস্টুন ও গনসংযোগের মাধ্যমে সরকারের উন্নয়নচিত্র তুলে ধরেন। বিভিন্ন স্থানে পথসভায় কাজী সিরাজুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে এবং শেখ হাসিনার সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সব সময় কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকার হচ্ছে উন্নয়নের সরকার। উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে হলে অবশ্যই শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে আগামী নির্বাচনে আওয়ামী লীগ ফের ক্ষমতায় আসবে। কাজী সিরাজুল ইসলামের নেতৃত্বে বিশাল এ প্রচানরায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য মোঃ আকরামুল করিম, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান মিয়া, বোয়ালমারী উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক শেখ দেলোয়ার হোসেন, মধুখালী উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম পাচু, মধুখালী পৌর আওয়ামী লীগের সদস্য মোঃ শরিফুল ইসলাম কল্লোল, মোঃ কামরুজ্জামান কামরুল, মধুখালী পৌরসভার ১নং ওয়ার্ড কমিশনার কামরুজ্জামান বাবু, মধুখালী উপজেলা যুবলীগের সহ- প্রচার সম্পাদক সৈয়দ শাহিদুল ইসলাম শাহিন, যুবলীগ নেতা মোঃ মিরাজুল ইসলাম, মোঃ আকিদুল ইসলাম, মোঃ জামির শরীফ, জাবির খাঁন, মোঃ ফয়সাল আহমেদ সহ আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *