ফরিদপুর সদর রাজনীতি

ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের হয়ে লড়তে চান শামীম রেজা

বিশেষ প্রতিবেদক
ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের হয়ে জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান তরুন সমাজসেবক, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য সৈয়দ শামীম রেজা। রবিবার রাতে ফরিদপুর শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি তার ইচ্ছার কথা জানান। সৈয়দ শামীম রেজা সাংবাদিকদের জানান, তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন। বিগত ৬ মাস ধরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের সকল ফিরিস্তি তুলে ধরে ফরিদপুর-১ আসনের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সাধারন মানুষের মাঝে তা প্রচার করছেন। দলীয় নেতা-কর্মীদের নিয়ে উঠান বৈঠক, মতবিনিময় সভা, আলোচনা সভার মাধ্যমে দলকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছেন। এছাড়া আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করার লক্ষে তিনি সকলের সাথে মিলে মিশে কাজ করছেন। সৈয়দ শামীম রেজা জানান, তিনি ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। দলীয় সভানেত্রী তাকে মনোনয়ন দিলে তিনি এলাকার মানুষের উন্নয়নের জন্য যথাসাধ্য কাজ করে যাবেন। একই সাথে তিনি বলেন, ফরিদপুর-১ আসনে যাকে নৌকা প্রতিক দেবেন তার জন্যই তিনি কাজ করবেন। মতবিনিময় সভায় ফরিদপুর জেলায় কর্মরত ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *