কন্ঠ রিপোর্ট।
বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার পরিচিতি সভা ও ইফতার মাহফিল শনিবার বিকেলে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা কমিটির সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি মোঃ মহসিন, রুহুল আমি, যুগ্ম সম্পাদক রবিউল হাসান রাজিব, সাংগঠনিক সম্পাদক শ্রাবন হাসান, প্রচার সম্পাদক বিজয় পোদ্দার, সাংস্কৃতিক সম্পাদক নিরঞ্জন মিত্র, দপ্তর সম্পাদক জিল্লুর রহমান রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার রিমা, নির্বাহী সদস্য কামরুল হাসান জুয়েল, জাহিদুল ইসলাম, আব্দুল মুঈন, জাকির আহমেদ, হারুন অর রশিদ, আবু নাছের আলম, খালেদা ইয়াসমিন লিপি, আনিচুর রহমান, মানিক কুমার দাস প্রমুখ। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
