মতিয়ার রহমান মিঞা, মধুখালী #
ফরিদপুরের মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল উচ্চ বিদ্যালয়ে দূর্ণীতি দমন কমিশনের অর্থায়নে দূর্ণীতির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিও লক্ষ্যে মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যালয়ের হল রুমে রচনা ,বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহম্মদ আকিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল বারী। বিশেষ অতিথি ছিলেন সদর দপ্তরের প্রতিনিধি মো. মিরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক(প্রশাসন) মুহম্মদ মিজানুর রহমান, উপব্যবস্থাপক(পার্সোনাল) আব্দুল কাইয়ুম। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এছাড়া মেগচামী আদর্শ স্কুল এন্ড কলেজ দূর্ণীতি দমন কমিশনের অর্থায়নে দূর্ণীতির বিরুদ্ধে রচনা,বিতর্ক ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করে।
