মধুখালী প্রতিনিধি
ফরিদপুর চিনিকলের আখ চাষীদের আখের বকেয়া মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবিতে অবস্থান ধর্মঘট, বিক্ষোভ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করা হয়েছে। শনিরার সকাল থেকে দুপুর পর্যন্তু চিনিকলের গেটে এই কর্মসূচি পালন করা হয়।
ফরিদপুর চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থার আয়োজনে এসব কর্মসূচিতে চিনিকলের আওতাভুক্ত চার হাজার চাষী অংশ নেয়। চিনিকল আখ চাষী কল্যাণ সংস্থার সহ সভাপতি মির্জা মুরাদ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন, সিরাজুল ইসলাম, ওহিদুজ্জামান, রেজাউল করিম, আব্দুর রহিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চিনিকলের কাছে চাষীদের পাওনা ৯ কোটি টাকা অতিসত্তর পরিশোধ করতে হবে। তাছাড়া শিউর ক্যাশের মাধ্যমে চাষীদের নিকট থেকে নেয় ১০ টাকা কর্তন বন্ধ এবং চাষীদের সময় মতো সারসহ কৃষি ঋন প্রদানের দাবী জাননো হয়। একই দাবিতেআখ চাষী কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের দাবিগুলো তুলে ধরেন।
