সোহাগ জামান।
ফরিদপুরে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) লিটন আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, শিক্ষাবিদ প্রফেসর মোঃ শাহজাহান, এনজিও ব্যক্তিত্ব আজহারুল ইসলাম, নারীনেত্রী আসমা আক্তার মুক্তা, আ.ন.ম ফজলুল হাদী সাব্বির, হাফিজুর রহমান মন্ডল, সাংবাদিক পান্না বালা।
ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং উপানুষ্ঠানিক শিক্ষা বু্যুরো ও এনজিও সমূহের সহযোগীতায় র্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের প্রধানগন, স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষ, সাংবাদিক, এনজিও প্রধানগন ছাড়াও স্কুলের শিক্ষার্থীরা অংশ নেয়।