সোহাগ জামান।
ফরিদপুরে সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে বালিকা এতিম শিশুদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের টেপাখোলা সমাজ সেবা অধিদপ্তরের অধিনস্ত শিশু পরিবারের ১৭৫জন বালিকা এতিম শিশুদের নিয়ে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।
শিশু পরিবারের তত্ত্বাবধায়ক তাসফিয়া তাসরিনের সভাপতিত্বে ও সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুল হুদার সঞ্চালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আলী আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো: আব্দুল্লাহ বিন কালাম সহ এনজিও ব্যক্তিত্ব ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এর আগে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এতিম বালিকা শিশুদের সার্বিক খোজ খবর নেন।
