বিশেষ প্রতিবেদক।
২০২১ শিক্ষা ব্যবস্থার নতুন শিক্ষা কারিকুলামকে বাস্তব সম্মত শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের নতুন কারিকুলাম সর্ম্পকে অবগতকরন এবং সঠিক ভাবে পর্যবেক্ষনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার জন্য প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা সমাপ্ত হয়েছে। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া এ প্রশিক্ষক চলে ২ এপিল পর্যন্ত। ফরিদপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে চারদিন ব্যাপী প্রশিক্ষক কর্মশালায় ৩৪০ জন প্রতিষ্ঠান প্রধান এতে অংশগ্রহন করেন। নতুন শিক্ষা কারিকুলামের শিক্ষার্থীরা বিদ্যালয় থেকে মাহন মুক্তিযুদ্ধের চেতনায় যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষ ও যোগ্য ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেই আলোকে বর্তমান নতুন শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থাকে সফলতার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানরাই ভুমিকা রাখবে বলে জানান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অফিস ইনচার্জ ও আইন উপদেষ্টা মো
সিদ্দিকুর রহমান। প্রশিক্ষন প্রদান অনুষ্ঠানে প্রথম ব্যাচের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ। দ্বিতীয় ব্যাচের উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল। এসময় উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান। প্রশিক্ষক হিসাবে ছিলেন সরকারী টিচার্স ট্রেনিং কলেজের প্রফেসর কৌশিক কুমার দাস, সহকারী অধ্যাপক মোঃ নুরুল্লাহ,সহকারী অধ্যাপক মুহাম্মদ মাইদুল ইসলাম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমীক সুপারভাইজার মুকুল চৌধুরী, ভাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার প্রহল্লাদ বিশ^াস, সদরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার নির্মল চন্দ্র মৃধা। প্রশিক্ষন কর্মশালার কো-অডিনেটর ছিলেন জেলা শিক্ষা অফিসের জেলা কো-অডিনেটর আকলিমা আক্তার আঁখি।
