ফরিদপুর সদর

ফরিদপুরে শিক্ষানবীশ আইনজীবীদের স্মারকলিপি প্রদান

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষানবীশগণকে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর জেলা বারের সকল শিক্ষানবীশ আইনজীবীবৃন্দ।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শিক্ষানবীশ আইনজীবীরা বিভিন্ন দাবী নিয়ে মানবিক দৃষ্টিকোণ থেকে বিশেষ বিবেচনায় সকল শিক্ষানবীশ আইনজীবীগণকে আইনজীবী হিসেবে তালিকা ভুক্তি করে গেজেট প্রকাশের দাবিতে এ স্বারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থি ছিলেন ফরিদপুর জেলা বারের শিক্ষানবীশ আইনজীবী হেমায়েত হোসেন, মোঃ ওয়াজির মামুন তমাল, মোঃ মনিরুজ্জামান, রফিকুল ইসলাম, মোঃ খোকন আলী, তাসলিমা জাহান, ফারজানা বরাত, মোঃ শামীম হোসেন, আজিজ আহমেদসহ অনেকেই।
স্মারকলিপিতে শিক্ষানবীশ আইনজীবীরা প্রধানমন্ত্রী বরাবারে তাদের দাবী তুলে ধরে বলেন, আপনি আমাদের মা। আপনার সন্তানেরা যারা আইনজীবী হওয়ার মানসে আইন পরীক্ষায় পাশ করে দীর্ঘকাল ধরে বেকারত্বের অভিশাপে ধুকছে, মানবেতর জীবন যাপন করছে, পরিবার, আত্মীয় স্বজনের কাছে লাঞ্ছিত হচ্ছে তবুও তারা আপনার নিকট চাকুরী চাচ্ছে না। শুধু আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়ে নিজেদের পেশায় মর্যাদার সাথে আত্মনিয়োগ করতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *