কামরুজ্জামান সোহেল।
ফরিদপুরের অম্বিকাপুরের দেশসেরা পিঁয়াজ বীজ উৎপাদনকারী কৃষানী শাহিদা বেগমের পিঁয়াজ খেত পরিদর্শন করেছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। মঙ্গলবার বিকেলে কৃষি সম্প্রসারন অধিদপ্তর (খামার বাড়ী) এর সাবেক মহাপরিচালক ড. মোঃ আবদুল মুঈদের নেতৃত্বে কৃষি বিভাগের একটি প্রতিনিধি দল পিঁয়াজ খেত পরিদর্শনে আসেন। প্রতিনিধি দলটি কৃষানী শাহিদা বেগমের পিঁয়াজ খেত পরিদর্শনের পাশাপাশি তার কাছ থেকে পিঁয়াজ বীজ উৎপাদন করতে গিয়ে নানা সমস্যা ও সম্ভবনার কথা শোনেন। পিঁয়াজ বীজ রাখার জন্য ফরিদপুর জেলায় একটি সংরক্ষনাগার নির্মানের দাবী জানান শাহিদা বেগম। কৃষানী শাহিদা বেগমের নানা পরামর্শের বিষয়টি সরকারের উধর্তন মহলে জানানো হবে বলে তারা আশ্বস্ত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃািষ সম্প্রসারন অধিদপ্তরের সহকারী পরিচালক মনোজিত কুমার মন্ডল, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক ড. মোঃ হযরত আলী, কৃষক বক্তার হোসেন খানসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
