কন্ঠ রিপোর্ট # ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় লুডু খেলা কে কেন্দ্র করে রাজু মোল্লা(২০) কে মেরে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় । জানা যায়, গত ০১/০৯/২২তারিখে রাত ৮টার দিকে বোয়ালমারী থানার দাদপুর ইউনিয়নের, সুগন্ধি গ্রামে হুমায়ুনের চায়ের দোকানের সামনে এই ঘটনা ঘটে। এই বিষয়ে রাজু মোল্লার বড় ভাই ফিরোজ মোল্লা চার জনের নামে বোয়ালমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে পাওয়া যায়, মোস্তাফা মোল্যার পুত্র নয়ন মোল্যার সঙ্গে একই গ্রামের তৈয়ব মোল্লার পুত্র রাজু মোল্লার সাথে লুডু খেলা নিয়ে নয়নের কথা কাটাকাটি হয়, নয়ন তার বাবা মোস্তফা ও মা নাজমা ও কাকা আলাউদ্দিন কে ডেকে আনে, এক পর্যয়ে মোস্তাফা, আলাউদ্দিন নাজমা ও নয়ন , রাজুকে সহ তাঁর বাবা মা কে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, রাজু গালিগালিজ করতে নিষেদ করিলে রাজু কে তাঁদের হাতে থাকা টর্চ লাইট দিয়ে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয় পরে জিকার কঁচা দিয়ে এলোপাথাড়ি ভাবে মারতে থাকে, চিৎকার সুনে পাশের বাড়ির হবিবুর মাতুব্বরে স্ত্রী রাজুর পিতা তৈয়ব মোল্লা এগিয়ে বলেন রাজুর পিতা এগিয়ে আসলে ঐ গ্রামের মাতুব্বর ইকরাম মোল্যা তাঁকে গালিগালিজ ও মেরে ফেলার হুমকী দিতে থাকে। আহত রাজু কে এলাকার লোকজন ফরিদপুর মেডিকেল হাসপাতালে ভর্তি করে, পরে তাঁকে বাড়ি নিয়ে এসে চিগিৎসা অনুযায়ী সেবা নিতে থাকে। এই ঘটনায় বোয়ালমারী থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন।
