বিশেষ প্রতিবেদক #
সাহসী অগ্রযাত্রার ২১ বছর এ স্লোগানকে সামনে রেখে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী ফরিদপুরে পালন করা হয়েছে। শনিবার সকালে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কেক কাটেন ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু। যুগান্তর পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান জাহিদ রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন পৌরমেয়র শেখ মাহতাব আলী মেথু, প্রবীন সাংবাদিক আমিনুর রহমান ফরিদ, মফিজ ইমাম মিলন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সিরাজুল ইসলাম হিরু, রেশাদুল হাকিম, শফিকুল ইসলাম মনি, মঞ্জুয়ারা স্বপ্না, শেখ মফিজুর রহমান শিপন, সুজাউজ্জামান জুয়েল, জাকির হোসেন, শেখ সাইফুল ইসলাম ওহিদ, সুমন ইসলাম, সঞ্জিব দাস, খায়রুজ্জামান, মানিক দাসসহ প্রেসক্লাবের সদস্য ছাড়াও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
