কন্ঠ রিপোর্ট।
ভারতের প্রখ্যাত বিউটিশিয়ান অনুরাগ আরিয়া বর্ধনের তত্বাবধানে অনুষ্ঠিত ব্রাইডাল কম্পিটিশনে চ্যাম্পীয়ন হওয়ায় সামিয়া ইয়াসমিন শশীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ফরিদপুরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেষ্ট বিউটি এক্সপার্ট ২০২১ এর চেয়ারম্যান তুর্জ নাসির। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। ফরিদপুরের টিম লিডার রাজিয়া সুলতানা লিজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বেষ্ট বিউটি এক্সপার্ট-২০২১ এর মূল সমন্বয়কারী হৃদয় সরকার, বিউটিশিয়ান সুমাইয়া সুমি, সামিয়া ইয়াসমিন শশী।
বেষ্ট বিউটি এক্সপার্ট-২০২১ এর পক্ষ থেকে বৃহত্তর ফরিদপুরের কৃতি বিউটিশিয়ান শশীকে এ সংবর্ধনা জানানো হয়। অনুষ্টানে ফরিদপুর জেলার বিউটিশিয়ানগণ উপস্থিত ছিলেন।
