সুমন ইসলাম।
ফরিদপুরে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। শুক্রবার সকালে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ফরিদপুর ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শামীম হকের পক্ষ থেকে এসব সামগ্রী বিতরন করা হয়। সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বানবাসী ১ হাজার পরিবারের মাঝে চাল, চিনি, দুধ, তেল, ডাল, সেমাইসহ নিত্যপ্রয়োজনীয় জিনিষ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান খান, আলী আজগর মানিক, মাজেদুর রহমান। আওয়ামী লীগ নেতা শামীম হক জানান, ফরিদপুরের বন্যা কবলিত সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বানভাসী কয়েক হাজার পরিবারের মাঝে ইতোমধ্যেই ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। ঈদকে সামনে রেখে ১ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। বানভাসী মানুষের মাঝে তার এ ত্রাণ বিতরন কার্যক্রম অব্যাহত থাকবে।
