ফরিদপুর সদর

ফরিদপুরে বন্যার্তদের মাঝে যুবলীগ নেতার খাবার বিতরন

সোহাগ জামান। ফরিদপুরে বানভাসী মানুষের মাঝে ২য় দিনের মতো রান্না করা খাবার বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩জুলাই) দুপুরে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের বানভাসী অসহায় ৬ শতাধিক পরিবারের মাঝে যুবলীগনেতা, ফরিদপুর জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারী ইয়াছিন কলেজের সাবেক জিএস জাবির শফির দিনারের ব্যক্তিগত উদ্দোগে এ খাবার বিতরন করা হয়েছে। এনিয়ে যুবলীগ নেতা ২য় দিনের মতো বানভাসী অসহায় ১২০০ পরিবারের মাঝে রান্না করা খাবার বিতরন করেন।
ত্রান বিতরনকালে উপস্থিত ছিলেন ফরিদপুর সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, ৯নং ডিক্রিরচর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ ফারুক মৃধা, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লুৎফর রহমান, জেলা স্বেচ্ছা সেবক লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মাসুদ, ইউনিয়ন স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোঃ রফিক খাঁ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহিন মোল্যা রিংকু, সাবেক ছাত্রলীগ নেতা প্রতাপ চন্দ্র দে প্রমুখ।
খাবার বিতরনকালে এসময় যুবলীগ কর্মী জাবির শফি দিনার বলেন, একজন মানুষ হয়ে মানুষের বিপদে পাশে এসে দাড়িয়েছি। বানভাসি মানুষেরা বর্তমানে অনেক অসহায় ভাবে জীবন যাপন করছে।তাই আমি আমার সামর্থ অনুযায়ী ব্যক্তিগত উদ্দ্যোগে বন্যার্ত মানুষের মুখে একবেলা খাবার তুলে দেয়ার চেষ্টা করেছি।আর আমার এ ত্রান বিতরন কার্যক্রম অব্যহত থাকবে।
ডিক্রিরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু বলেন,করোনা কালীন সময়ে আমার এলাকার মানুষেরা পানি বন্দী হয়ে পরেছে।তবে আমার এলাকার বানভাসি মানুষের জন্য সরকারীভাবে ত্রান বিতরনের পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকেও ত্রান বিতরন করা হচ্ছে। আজও যুবলীগ নেতা আমার এলাকার অসহায় মানুষদের মাঝে রান্না করা খাবার বিতরন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *