কামরুজ্জামান সোহেল।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অসহায় দরিদ্র দুই হাজার মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরন করা হয়েছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক শামীম হকের উদ্যোগে এ খাবার বিতরন করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আলীপুর এলাকায় শেখ রাসেল ক্রীড়া চক্র চত্বর থেকে কাবার বিতরন কর্মসূচির উদ্বোধন করা হয়। খাদ্য বিতরন কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা শামীম হক। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা শামসুল হক ভোলা মাস্টার, পৌরমেয়র অমিতাব বোস, জেলা শ্রমিক লীগের আহবায়ক গোলাম মো. নাছির, সদস্য সচিব ইমান আলী মোল্যা, যুবলীগের যুগ্ম আহবায়ক রাহাত খান, সদস্য আলী আশরাফ পিয়ার, আলী আজগর মানিক, পৌরসভার কাউন্সিলর মনিরুজ্জামান, অম্বিকাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম নিলু, শহর শ্রমিক লীগের সদস্য সচিব আলহাজ্ব মিঠু মিয়া, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিয়ান, ছাত্রলীগের সাবেক নেতা মিজানুল হক রিংকু, মনিরুজ্জামান মাসুদসহ যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ ও শ্রমিক লীগের নেতৃবৃন্দ।পরে শহরের নতুন বাসস্ট্যান্ড, মেডিকেল কলেহ হাসপাতালের সামনে, বঙ্গবন্ধু স্কয়ারের সামনেসহ ১০টি স্পটে এসব খাবার বিতরন করা হয়। এর আগে শেখ রাসেল ক্রীড়া চক্রের উদ্যোগে জাতির জনকের জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
