ফরিদপুরের সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ইছাইল গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় জুলফিকার আলী ভুট্রো নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ জন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সোহরাব মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল একই এলাকার জুলফিকার আলীর পরিবারের সাথে। এরই জের ধরে প্রতিপক্ষের লোকজন জুলফিকার আলী ভুট্রোসহ কয়েক জনের উপর হামলা চালায়। হামলাকারীরা কুপিয়ে ও পিটিয়ে কয়েকজনকে মারাত্বক ভাবে আহত হয়। আহতদের মধ্যে ভুট্রো হাসপাতালে নেবার পথে মারা যায়। হামলায় আহত ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে কৈজুরীর ইছাইল গ্রামে বেশ কয়েকটি বাড়ী ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
