সুমন ইসলাম #
ফরিদপুর জেলায় পুলিশের চলমান বিশেষ অভিযানে বিভিন্ন স্থান থেকে ৬৪ জনকে আটক করা হয়েছে। ফরিদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে, ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় সোমবার থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব সদস্যরা অভিযান চালায়। এসময় আটক করা হয় ৬৪ জনকে। আটককৃতদের কাছ থেকে ৩২৩ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে জিআর মামলায় ২৪ জন, সিআর মামলায় ২৪ জন, সাজাপ্রাপ্ত আসামী ৩ জন, নিয়মিত মামলায় ৩ জন এবং মাদক মামলায় ১৩ জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ১৫টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান জানান, পুলিশের মাদক বিরোধী এ অভিযান চলমান থাকবে।
