ষ্টাফ রিপোর্টার #
ফরিদপুরে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪৮ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্র জানা গেছে, শুক্রবার থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ, ডিবি পুলিশ ও র্যাব অভিযান চালিয়ে এদের আটক করে। আটককৃতদের কাছ থেকে ১৯৩ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃতদের মধ্যে মাদক বিক্রেতা ও ক্রেতা রয়েছে ১১ জন। এছাড়া জিআর মামলায় ১৭ জন, সিআর মামলায় ১৭ জন, সাজাপ্রাপ্ত আসামী ১ জন এবং নিয়মিত মামলায় ২ জন রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ৮টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার মোঃ জাকির হোসেন খান জানান, মাদক বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।
