সোহাগ জামান #
ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আলালপুর গ্রাম থেকে অজ্ঞাতনামা এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। অপরদিকে, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের একটি মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে সদরের কৈজুরি ইউনিয়নের আলালপুর এলাকায় নূরু মিয়া বাইপাস সড়রে ঢালের পাশে জিন্না শেখের জমি সংলগ্ন ঝোপ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী সকালে জমিতে গলিত ওই লাশটি দেখতে পেয়ে ফরিদপুর কোতয়ালী থানায় খবর দেয়। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়।
কোতয়ালী থানার ওসি এ এফ এম নাসিম বলেন, ধারনা করা হচ্ছে মৃতদেহটি আনুমানিক ৮ থেকে ১০ দিনের পুরনো। তিনি বলেন, মৃতদেহটি মাঝ বয়সী এক নারীর। তার চেহারা বিকৃত হয়ে গেছে, তাকে সনাক্ত করার উপায় নেই। তিনি বলেন, মৃত ওই নারীর পরিচয় সনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এ ব্যাপারে থাকায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অপরদিকে, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের মাঠ থেকে বাসুদেব মন্ডল বাসু (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে মধুখালী থানা পুলিশ। সে উপজেলার ডুমাইন ইউনিয়নের জাননগর গ্রামের ক্ষিতিশ মন্ডলের ছেলে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে।
বুধবার বিকাল ৫টার দিকে বাসুদেব মন্ডল বাড়ী থেকে একই ইউনিয়নের পার্শ্ববর্তী সিধলাজুুড়ি গ্রামের বন্ধু শ্যামপদ বিশ্বাসের বাড়ীতে বেড়াতে যায়। রাত ৭টার দিকে বন্ধু শ্যাম পদ তাকে বাড়ীতে ফেরার জন্য একটি অটো ভ্যানে তুলে দেন। এরপর বাসুদেব বাড়ী ফিরে আসেনি। বৃহস্পতিবার সকালে জাননগর মাঠে কৃষকেরা কাজে এসে তার লাশ একটি জমির পাশে পড়ে থাকতে দেখে বাড়ীতে খবর দিলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মধুখালী থানার ওসি মো. মিজানুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে জানা যাবে এটা হত্যা না আত্মহত্যা।
