ফরিদপুর সদর

ফরিদপুরে নতুন আক্রান্ত ৫১ জন, মৃতের সংখ্যা ২১

সুমন ইসলাম #
ফরিদপুর জেলায় আজ বৃহস্পতিবার মোট ৫১ জনের করোনা সনাক্ত হয়েছে। এরমধ্যে ফরিদপুর সদরে ৩৮ জন। এছাড়া ভাঙ্গায় ২ জন, বোয়ালমারীতে ৩ জন, আলফাডাঙ্গায় ১ জন, চরভদ্রাসনে ৩ জন, সালথায় ২ জন এবং নগরকান্দায় ২জন রয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের করোনা সনাক্তকরন ল্যাব থেকে এ তথ্য পাওয়া গেছে। এছাড়া গত ২৪ ঘন্টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২১ জনে।
ফরিদপুর সদর উপজেলায় যারা আক্রান্ত হয়েছেন তারা হলেন- গুহলক্ষীপুরের মোহাম্মদ আলী, রমেল, দুর্গা, জোসনা, তৃষা, সজল মালো, আলীপুরের রেজা খান, টেপাখোলার নিশিকান্ত, চানমারীর আমিরুল হক, পুলিশ লাইনের কামরুজ্জামান, সজিব, পশ্চিম খাবাসপুরের আলী ইমরান, ফরিদপুর মেডিকেল কলেজের রিজিয়া বেগম, ববিতা অধিকারী, জেসমিন, শোভারামপুরের অরুন কান্তি, রনজিত সরকার, গোয়ালচামটের মনিরুজ্জামান, রায়হান, রিতা সুলতানা, টেপাখোলার সগির আহমেদ, শিখা, পূর্ব খাবাসপুরের একলাস রহমান, হাড়োকান্দির সাথী, শামীম, জেসমিন, র‌্যাব-৮ অফিসের নাহেরুল ইসলাম, বিল মাহমুদপুরের কমলা বেগম, পশ্চিম আলীপুরের আবু সুফিয়ান, রঘুনন্দনপুরের মাখন, সরোজ কুমার, মনোজ কুমার, দয়ারামপুরের জাহাঙ্গীর, কমলাপুরের মানিক খান, মাদক দ্রব্য অফিসের শামসুল আলম, বিলনালিয়ার জালালউদ্দিন, ঝিলটুলীর রানী বালা ও নিখুরদীর মুন্না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *