ষ্টাফ রিপোর্টার
ফরিদপুরে অসহায় দরিদ্র মহিলাদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার রাতে শহরের ২নং হাবেলী গোপালপুরস্থ ‘দারিদ্র মহিলা উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে এসব কম্বল বিতরন করা হয়েছে। কম্বল বিতরণ উপলক্ষে দারিদ্র মহিলা উন্নয়ন সংস্থা কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সহ সভাপতি,এটিএন বাংলার প্রতিনিধি কামরুজ্জামান সোহেল। দারিদ্র মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মারুফা রব্বানী তানিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএটিভির প্রতিনিধি সুজাউজ্জামান জুয়েল, গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিপ্লব কুমার মালো, সুকন্যা মোহন্ত, বাবুল আকতার। অনুষ্ঠানে এলাকার অসহায় দরিদ্র ৫০ জন মহিলাদের মাঝে কম্বল বিতরন করা হয়।
