সোহাগ জামান। ফরিদপুরে দক্ষ নারী উদ্দ্যোক্তা গঠনে বিউটি এক্সপার্টদের নিয়ে হৃদয় ভাই হেয়ার এন্ড বিউটি একাডেমির উদযোগে দিন ব্যাপী ব্রাইডাল মেকআপ এন্ড হেয়ার স্টাইল প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ (১৪ ডিসেম্বর) সোমবার সকালে শহরের বেল পিয়াতো চাইনিজ রেস্ট্রুরেন্টে দিনব্যাপী এ প্রশিক্ষন কর্মসূচী অনুষ্ঠিত হয়। লিজা বিউটি পার্লারের আয়োজনে বৃহত্তর ফরিদপুরের ৪০ জন বিউটি এক্সপার্টেরা এ প্রশিক্ষনে অংশগ্রহন করেন। এসময় প্রশিক্ষক হৃদয় সরকার এবং মাহমুদা জাবেদ ছায়া আগত বিউটি এক্সপার্টদেরকে ব্রাইডাল মেকআপ এন্ড হেয়ার স্টাইল প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষক হৃদয় সরকার বলেন, বর্তমানে আমাদের দেশের বিউটি এক্সপার্টেরা অগ্রনী ভূমিকা পালন করছে।তাই নারী উদ্দ্যোক্তাদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্য আজকের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। নারী উদ্দোক্তা রাজিয়া সুলতানা লিজা বলেন, আমারা বিউটি এক্সপার্টেরা অনেক সময় না বুঝে ব্রাইডাল মেকআপ এবং হেয়ার স্টাইল করে থাকি যা অনেক সময় কাস্টমারদের মন মতো হয়ে উঠে না। যার কারনেই ফরিদপুরের বিউটি এক্সপার্টদের আরো দক্ষ করে গড়ে তোলার জন্যই আজকের এ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এসময় বিউটি এক্সপার্ট রজনী বিউটি পার্লারের পরিচালক রজনী আক্তার বলেন, আমরা দীর্ঘদিন ধরে বিউটি এক্সপার্ট হিসেবে কাজ করছি কিন্তু আজকের এ প্রশিক্ষনের মাধ্যমে ব্রাইডাল মেকআপ এর অনেক কিছু জানতে পেরেছি যা আমাদের অনেক কাজ লাগবে। পরে প্রশিক্ষন শেষে আগত বিউটি এক্সপার্টদের সার্টিফিকেট প্রদান করা হয় এবং ব্রাইডাল প্রতিযোগিতায় বিজয়ী বিউটিশিয়ানদের পুরুস্কার প্রদান করা হয়।
