সুজাউজ্জামান জুয়েল ।
প্রধানমন্ত্রী ঘোষিত এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকালে শহরতলির গেরদা হাই স্কুল মাঠে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্ভোধন করেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি।
বৃক্ষরোপন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হরিরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাজমুল হুসাইন মৃদুল, ছাত্রলীগ নেতা পিকুলউজ্জামানসহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় গেরদা উচ্চ বিদ্যালয় মাঠের চারপাশে নানান জাতের চারা রোপন করা হয়। হাসিবুর রহমান জ্যামি জানান, ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া করোনাকালীন সময়ে ও বন্যার কারনে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে থাকবে জেলা ছাত্রলীগ।
