কন্ঠ রিপোর্ট।
ফরিদপুরে ছাত্রদলের চার নেতা কর্মীর জামিনে হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ফরিদপুরের জেল হাজত থেকে জামিনে মুক্তি পেয়েছেন। তারা হলেন, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মো. শোয়েব শেখ (৩০), মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রশিদ রিমু (২৮), জেলা ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ রতন (৩০) ও অনিক খান জিতু (২৬)। সন্ধ্যা ৬টা জেলখানা থেকে তাদের মুক্তি হলে দলীয় নেতাকর্মীরা তাদেরকে ফুলদিয়ে অভিনন্দন জানায়। এ সময় বিএনপি নেতা এ্যাডভোকেট গোলাম রব্বানী ভুইয়া রতন, শহর বিএনপি’র সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মিরাজ, জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ মুরাদ হোসেন,সাবেক সহ-সভাপতি ভিপি ইউসুফ, মহানগর ছাত্রদলেরর সভাপতি শাহরিয়ার শিথিল,সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম ছাত্রদল নেতা অনিক হাসান,ইনতাজুর রহমান সাইফুল,ইসতিয়াক রশীদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,গত জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের দায়ের করা একটি মামলায় ছাত্রদলের চার নেতা গত রবিবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নাকচ করে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দেন।
