ফরিদপুর শহরের অন্যতম প্রধান ব্যবসায়িক জোন ঝিলটুলীর সারদা সুন্দরী কলেজ রোড এলাকায় ঘরোয়া ফ্যাশন শো রুমের উদ্বোধন করা হয়েছে।রবিবার সন্ধ্যায় শোর রুমের উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও ঘরোয়া ফ্যাশন শো রুমের সত্বাধিকারী মন্জুয়ারা স্বপ্না ।উদ্বোধন উপলক্ষে দোয়া ও মোনাজাত অনুষ্টিত হয়।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাকিগঞ্জ মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল অধ্যাপক এটিএম রেশাদুল হাকিম। ঘরোয়া ফ্যাশন শো রুমের সত্বাধিকারী মন্জুয়ারা স্বপ্না জানান,আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শুধু মাত্র মেয়েদের জন্য শাড়ি,থ্রি পিচ,ওয়ান পিচ ও প্রসাধনীর ব্যবস্থা করা হয়েছে।তিনি জানান, সকলের কথা চিন্তা করে সুলভমুল্যে এখান থেকে প্রতিটি পোষাক কিনতে পারবে ক্রেতাগন।
