বিশেষ প্রতিবেদক।
করোনা রোগীদের জন্য জীবনরক্ষাকারী ঔষধ প্রদান করেছে ফরিদপুর জেলা বিএনপি। রবিবার দুপুরে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমানের কাছে এসব ঔষধ প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাধারন সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, শহর বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিরাজ, কোতয়ালী থানা বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হাসান চৌধুরী রঞ্জন, পৌর কাউন্সিলর মিজানুর রহমান মিনান, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী চৌধুরী নায়াব ইউসুফের তত্বাবধানে করোনা রোগীদের বিনামূল্যে প্রদানের জন্য হাসপাতালটিতে এসব ঔষধ দেওয়া হয়।