কামরুজ্জামান সোহেল।
আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন পরমানু বিজ্ঞানী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ জামাতা প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। সোমবার বিকেলে শহরের আলীপুরে অবস্থিত শেখ রাসেল কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী, শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শামীম হক। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরমেয়র অমিতাভ বোস, চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম, ফরিদপুর বাজার বর্ণিক সমিতির সভাপতি মাসুদুর রহমান মাসুদ, শহর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনির হোসেন, জেলা শ্রমিক লীগের সভাপতি গোলাম মো. নাছির, পৌর কাউন্সিলর মনিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আলী আজগর মানিক, শাহ সুলতান খান রাহাত, ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
