সোহাগ জামান। দেশে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পরা ভাড়াটিয়াদের ঈদের উপহার হিসেবে চলতি মে মাসের বাড়ি ভাড়া, দোকান ভাড়া এবং ছাত্রদের মেস ভাড়া মওকুফ করলেন ফরিদপুর সদর উপজেলার কাঠপট্টির বাসীন্দা ছায়া রানী সাহা। দেশের এই সংকটময় সময়ে এধরনে উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফরিদপুরবাসী। বাড়ি ও দোকান ভাড়া মৌকুফের বিষয়ে ছায়া রানী সাহা বলেন, দেশে করোনা পরিস্থিতিতে সকল পরিবারের উপার্জন থেমে আছে, ছাত্রদের হাতেও কোন টিউশনি নেই এবং তাদের পরিবারের উপার্জন বন্ধ রয়েছে। তাছাড়া দেশে লকডাউন পরিস্থিতিতে সকল ব্যবসায়ীদেরও দোকান বন্ধ রাখতে হচ্ছে। আর এই মহুর্ত্বে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া আদায় করাটা অমানবিক। আর তাই মধবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করে ছায়া রানী সাহা ও তার পরিবারের সকলের সম্মতিক্রমে আসন্ন ঈদুল ফিতরের উপহার হিসেবে চলতি মে মাসের ভাড়া মওকুফ করেছেন। এসময় ছায়া রানী আশা প্রকাশ করে আরো বলেন, সকল বাড়িওয়ালা,মেস মালিক, দোকান মালিকরাও এভাবে এগিয়ে আসবেন। এদিকে, ছায়া রানী সাহার ছেলে সৌরভ সাহা, চাকুরী সুবাদে রাজধানীতে থাকলেও স্থানীয় কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে করোনা ভাইরাসের প্রাদূর্ভাব শুরুর সাথে সাথে সমাজের অসহায় মানুষের পাশে থেকে সাহায্য করে আসছে।এমনকি, কে কোন ধর্মের সেই দিক বিবেচনা না করেই রমজানের শুরুতেই অসহায় মানুষদের ইফতার সামগ্রী তুলে দিয়েছেন।তাছাড়া রোজাদার ব্যক্তিদের হাতে সময় মতো ইফতার তুলে দিচ্ছেন।
