ষ্টাফ রিপোর্টার # ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আজাদ সরদার (৩০) কে আটক করেছে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিক্তিতে শহরের লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে ১০পিস ইয়াবাসহ মৃত আজিজ সরদারের পুত্র আজাদ সরদারকে আটক করা হয়। আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে ও স্থানীয় লোকজনের কাছ হতে জানা যায়, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রয় কার্যক্রম চালিয়ে আসছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামীকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে কোতয়ালী থানায় একটি মাদক মামলা হয়েছে।
