ফরিদপুর সদর

ফরিদপুরে আওয়ামীলীগের স্বাধীনতা দিবস উদযাপন

কামরুজ্জামান সোহেল।
ফরিদপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে জেলা আওয়ামী লীগ। সকাল সাতটায় থানা রোডস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী নানা কর্মসূচির উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতি শামীম হক। পরে দলীয় কার্যালয়ে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর র‌্যালী সহকারে শহরের গোয়ালচামটস্থ স্মৃতিস্তম্ভে গিয়ে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আওয়ামীলীগের সভাপতি শামীম হকের নেতৃত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সাবেক সভাপতি সুবল সাহা, অমিতাভ বোস, আলী আশরাফ পিয়ার, আঃ রাজ্জাক মোল্লা, মাইনুদ্দিন আহমেদ মানু, আইভি মাসুদ, শওকত আলী জাহিদ, জাহিদ বেপারী, আবু নাঈম, নিয়াজ জামান সজিব, গোলাম মোঃ নাছির, আলী আজগর মানিকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। পরে শেখ জামাল স্টেডিয়াম সংলগ্ন বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *