ফরিদপুর সদর রাজনীতি

নতুন ইসির অধীনে কোন নির্বাচনে যাবেনা বিএনপি-নোমান


বিশেষ প্রতিবেদক।
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান বলেছেন, বর্তমান নতুন ইসির অধীনে কোন নির্বাচনে যাবেনা না বিএনপি। আওয়ামী লীগ সমর্থিত ব্যক্তিদের নিয়ে বিতর্কিত নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। সরকার সমর্থিত নতুন ইসির অধীনে সুষ্ঠ নির্বাচন হবেনা। নিরপেক্ষ সরকারের অধীনে এবং সকলের মতামত নিয়ে স্বাধীন একটি নির্বাচন কমিশন গঠনের মাধ্যমেই নির্বাচন দিতে হবে, এজন্য জনগনকে সাথে নিয়ে বিএনপি কঠোর আন্দোলন গড়ে তুলবে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসাবে সোমবার বিকেলে প্রেসক্লাব চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ফরিদপুর জেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম।
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল্লাহ আল নোমান আরো বলেন, চাল-ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সাধারন মানুষের আয় কমে গেছে। বর্তমানে মানুষ দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা দুর্নীতি আর লুটপাটের মহোৎসব চালিয়ে যাচ্ছে। এই সরকার অর্থনীতি ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, গনতন্ত্র রক্ষার সংগ্রাম শুধু বিএনপির একার নয়, এটি এখন জাতীয় সংগ্রামে পরিনত হয়েছে। দেশকে অকার্যকর একটি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে বর্তমান সরকার। বিরোধী দলের উপর দমন পীড়ন করে তারা ক্ষমতায় টিকে আছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা মিয়া, বিএনপি নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাসুকুর রহমান, সেলিমুজ্জামান সেলিম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী ইছা, সাবেক এমপি ইয়াসমিন আরা হক, সাবেক এমপি খন্দকার নাসিরুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, সাবেক সাধারণ সম্পাদক একে এম কিবরিয়া স্বপন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাবিবুর রহমান হাফিজ প্রমুখ।
সমাবেশে ফরিদপুর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *