নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি ।
ফরিদপুরের নগরকান্দা উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অংগ সংগঠনের ৬৫ নেতা কর্মী জামিন পেয়ে ফরিদপুর কারাগার থেকে মুক্তি লাভ করেছেন । ২০১৩ সালের ২৭ অক্টোবর তত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির ডাকা হরতালের মামলায় কারাগারে থাকা ৬৫ নেতা কর্মীর জামিন মুঞ্জুর করেছেন বুধবার বিকালে ফরিদপুর জেলা দায়রা জজ আদালত ।
বৃহস্পতিবার দুুপুর ১২ টায় ফরিদপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করা নেতা কর্মীদের জেল গেটে স্বাগত জানান ফরিদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি হাবিবুর রহমান বাবুল, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, হেলালউদ্দীন হেলাল, নগরকান্দা পৌরসভার কাউন্সিলর যুবদল নেতা জিয়াউর রহমান, সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা সহ নগরাকান্দা উপজেলা ও পৌর বিএনপি ও অংগ সংগঠনের নেতা কর্মীরা । জামিণ লাভ করা নেতা কর্মীরা হলেন নগরকান্দা উপজেলা বিএনপির সহ সভাপতি মাহাবুব আলী মিয়া, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও ফুলসুতি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ হারেজ, নগরকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ওমর আলী, নগরকান্দা পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কামরুজ্জামান কাজল, যুগ্ম সাধারন সম্পাদক মিজানুর রহমান, ফুলসুতি ইউনিয়ন বিএনপির সাাধারন সম্পাদক মনিরুজ্জামান মিয়া, কোদলিয়া শহীদনগর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আকরাম হোসেন,নগরকান্দা উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক আলমগীর হোসেন,ফরিদপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি আনোয়ার হোসেন রাজু, বিএনপি নেতা মাসুদুর রহমান মাতুব্বর, মোস্তফা মেম্বার, লায়েক মেম্বার,আরজ মুন্সি, লিয়াকত খান, ছাত্রদল নেতা হোসাইন মুন্সী,যুবদল নেতা রাজু, জাহিদ, স্বপন,খালদ,সবুজ, জিন্দার, এস আই মনা, রিপন, ইকবাল ,ওহিদ, মুন্নু, আতা প্রমুখ ।
