নগরকান্দা প্রতিনিধি।
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে রবিবার মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়ন পত্র দাখিল করেছেন।
সকাল থেকে উৎসবমুখর পরিবেশের মধ্যদিয়ে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী ও কাউন্সিলর প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন। মেয়র পদে ৯ জন, কাউন্সিলর পদে ৩৮ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মেয়র পদে আওয়ামী লীগের নিমাই সরকার, বিএনপির আলিমুজ্জামান সেলু, আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) কামরুজ্জামান মিঠু, জাহিদুর রহমান সুইট, আমিনুল ইসলাম বিপ্লব, মাসুদুর রহমান মাসুদ, দেলোয়ার হোসেন দুলু, হাবিবুর রহমান পান্নু, মনিরুজ্জামান তুহিন। আগামী ১৪ ফেব্রয়ারি নগরকান্দা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৯ জানুয়ারি মনোনয়পত্র বাছাই ও ২৬ জানুয়ারি মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। ১৯৯৯ সালে গঠিত নগরকান্দা পৌরসভার ৯টি ওয়ার্ডে মোট ভোটার হচ্ছে ৮ হাজার ৬শ ৩৭ জন।