নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি #
ফরিদপুরের নগরকান্দায় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী এক কিশোরীকে (১৬) ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ মামলার প্রধান আসামি ইব্রাহিম মাতুব্বর (১৯) নামের এক যুবককে বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ১০টার দিকে এ ধর্ষণ চেষ্টার ঘটনা ঘটে উপজেলার কোদালীয়া শহীদনগর ইউনিয়নের কোদালিয়া গ্রামে। এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে ইব্রাহিমসহ মোট তিনজন যুবককে আসামী করে বৃহস্পতিবার দুপুরে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে প্রতিনিয়ত ওই কিশোরীকে উত্যক্ত করতো কোদালীয়া শহীদনগর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের এনায়েত মাতুব্বরের ছেলে ইব্রাহিম মাতুব্বর। এ ব্যাপারে প্রতিকার চেয়ে গত সোমবার ইব্রাহিমের বাবা ও মায়ের কাছে নালিশ করেন কিশোরীর মা । নালিশ করায় কিশোরীদের ওপর ক্ষীপ্ত হয় ইব্রাহিম। দুইদিন পর বুধবার রাত ১০টার দিকে ওই কিশোরী রাতের খাবার শেষ করে হাত ধোয়ার জন্য কলপাড়ে (নলকূপে) গেলে ইব্রাহিম ও তার দুই সহযোগী কিশোরীরে মুখ চেপে ধরে পাজাকোল করে আনুমানিক ৩৫ গজ দূরে জমির পাশের পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে নেয়ার পর কিশোরীর মুখ গামছা দিয়ে বাঁধার চেষ্টার সময় কিশোরী চিৎকার দিলে তার পরিবারের লোকজন এগিয়ে এলে ইব্রাহিম ও তার সহযোগীরা পালিয়ে যায়।
ওই কিশোরীর ভাই জানান, এ ঘটনার পর রাতেই ওই কিশোরীকে নগরকান্দা থানায় নিয়ে সব ঘটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমানকে জানানো হয়। পুলিশ রাতেই ইব্রাহিমকে আটক করে থানায় আনে। এ ব্যাপারে ইব্রাহিমের বাবা এনায়েত মাতুব্বর বলেন, ‘আমার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমার ছেলে ষড়যন্ত্রের শিকার হয়েছেন।
নগরকান্দা থানার ওসি (তদন্ত) মিরাজ হোসেন বলেন, এ ব্যাপারে ওই কিশোরীর মা বাদী হয়ে ইব্রাহিমসহ তিনজনকে আসামি করে ধর্ষণ চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। ইব্রাহিমকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।
