ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর আনুমানিক ৪ টার সময় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের গোড়াইল নতুন বাজারে ইলেকট্রিক দোকানে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে দোকান মালিক ইয়াকুব মীরের ভাড়াটিয়া আল আমীন ও রাজুর মুদি দোকান, শেখ হায়দারের ভাড়াটিয়া মানিক দাস ও শেখ জলিলের দুটি দোকান এবং হারুন মোল্যার ভাড়াটিয়া কছিমুদ্দিন কাজীর দোকানসহ মোট ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান রাত ৪ টার দিকে ইলেকট্রিক দোকানে শর্টসার্কিটের কারনে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। পরে তাৎক্ষিনকভাবে নগরকান্দা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে ৫ টি দোকানে ১৫ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
সম্পর্কিত নিউজ
আবু শহীদ মিয়ার অসমাপ্ত কাজ শেষ করতে চাই-দেলোয়ারা বেগম
কামরুজ্জামান সোহেল # ফরিদপুরের নগরকান্দা উপজেলার ৬নং তালমা ইউনিয়নের জনপ্রিয়, সদ্য প্রয়াত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা আবু শহীদ মিয়ার অসমাপ্ত কাজ শেষ করার অঙ্গীকার করেছেন তার সহধর্মিনী দেলোয়ারা বেগম। তালমা ইউনিয়নের সবচে জনপ্রিয় চেয়ারম্যান আবু শহীদ মিয়ার মৃত্যুর পর শূন্যস্থান পূরনে এগিয়ে এসেছেন দেলোয়ারা বেগম। রাত-দিন মানুষের সেবা করে যাচ্ছেন তিনি। তার দুই পুত্র কামাল হোসেন […]
নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি সেলু গ্রেফতার
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি # ফরিদপুরের নগরকান্দা উপজেলা যুবদলের সভাপতি আলিমুজ্জামান সেলুকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। আলিমুজ্জামান সেলু নগরকান্দা পৌর এলাকার মধ্যজগদিয়া গ্রামের মৃত ওমেদ আলী মিয়ার ছেলে। শুক্রবার রাত ৯ টায় নগরকান্দা থানা পুলিশের একটি টিম নগরকান্দা পৌরসভার মধ্যে জগদিয়া গ্রামের নিজ বাড়ীর নিকট থেকে যুবদল নেতা সেলুকে গ্রেফতার করে নগরকান্দা থানায় নিয়ে যায়। […]
ফরিদপুর-৪ আসন পূনরুদ্ধার করতে চান জাফরউল্লাহ
সদরপুর প্রতিনিধি # ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছেন, প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ্। স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামী লীগের দখলে থাকলেও ২০১৪ সালের নির্বাচনে আসনটি হাতছাড়া হয়ে যায় । এ আসনে বিজয়ী হন স্বতন্ত্র প্রার্থী মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি গত পাঁচ বছরে এ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেও তিন উপজেলায় ব্যাপক উন্নয়ন মূলক […]