নগরকান্দা

নগরকান্দায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন

ফয়সাল আহমেদ, নগরকান্দা # জেলার নগরকান্দা উপজেলায় নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। নিরাপদ সড়কের দাবীতে মানববন্ধনের পাশাপাশি র‌্যালীর আয়োজন করা হয়। নগরকান্দা শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের উদ্যোগের সড়ক সচেতনতায় এ মানববন্ধন ও র‌্যালী অনুষ্ঠিত হয়। সোমবার সকালে আকরামুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিয়ার নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা নিরাপদ সড়ক সচেতনতার লক্ষে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্লাকার্ড নিয়ে র‌্যালীতে অংশগ্রহন করেন। র‌্যালীটি নগরকান্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। র‌্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ ফজলুল হক, সিনিয়র শিক্ষক হরিদাস বাবু, আবুল খায়ের, দিলিপ কুমার মন্ডল ,ক ামরুন্নাহার বেগম প্রমুখ। পরে স্কুলের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *