

নগরকান্দা প্রতিনিধি #
ফরিদপুরের নগরকান্দায় তিন বছরের এক শিশুকে কুপিয়ে জখম করেছে বলে জানাগেছে। বুধবার বিকালে উপজেলার চরযশোরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির নাম আনিশা। সে পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলার পাথরাইল গ্রামের নুরু মিয়ার কন্যা। আনিশা কয়েকদিন আগে নানা বাড়ী বেড়াতে মায়ের সাথে বানেশ্বরদী গ্রামে আসে।
এলাকাবাসী জানিয়েছেন গত ১৭ আগস্ট সোমবার উপজেলার আশফরদী গ্রামের আক্তার শেখের ছেলে মুরাদ শেখ (২২) সহ সাতজন মুসল্লি পাশ্ববর্তী বানেশ্বরদী উত্তর পাড়া জামে মসজিদে জামাতে যায়। বুধবার বিকালে মসজিদের পাশের সড়কে আনিশা সহ কয়েকজন শিশু খেলা করছিল। হঠাৎ মুরাদ শেখ মসজিদ থেকে বের হয়ে আনিশাকে ধরে রাস্তার উপর ফেলে চাকু দিয়ে পেটে কোপাতে থাকে। আনিশা সহ অন্যান্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আনিশাকে উদ্ধার করে। রক্তাক্ত অবস্থায় আনিশাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। পরে এলাকাবাসি পুলিশকে খবর দিলে পুলিশ মুরাদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
আনিশার নানা মোফাচ্ছেল চৌকদার বলেন, কি কারনে ও আনিশাকে কোপালো আমরা ভেবে পাচ্ছিনা।
নগরকান্দা থানা অফিসার ইনচার্জ শেখ সোহেল রানা বলেন, মুরাদ শেখকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।