মাহফুজুর রহমান #
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকন্দপুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও আনোয়ারা বেগম স্মৃতি মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। রবিবার বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা বৃত্তির আয়োজন করা হয়। মুকন্দপুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু মোহাম্মদ গোলাম শাহাদাৎ এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নগরকান্দা কলেজের সাবেক অধ্যক্ষ আবু বকর মিয়া, চরযশোরদী ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান পথিক তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার অহিদুল বারী আলম, নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রেজাউল করিম সেলিম প্রমুখ। অনুষ্ঠান শেষে বিকালে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আনোয়ারা বেগম স্মৃতি বৃত্তি তুলে দেন অতিথিবৃন্দ।