মাহফুজুর রহমান # ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুর আনুমানিক ১টার সময় উপজেলার চরযশোরদী ইউনিয়নের নাগারদিয়া গ্রামের জবেদ মিয়ার বাড়িতে রান্না ঘর থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। অগ্নিকান্ডে জবেদ মিয়াসহ ৪ টি বসতঘর ঘড় পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে রান্না করার সময় অসাবধানতা বসত আগুনের সূত্রপাত হয়। পরে রান্না ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে আগুনের তীব্রতা বৃদ্ধি পায়। তাৎক্ষিনকভাবে নগরকান্দা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রনে আনে। অগ্নিকান্ডে জবেদের মা চেয়ারন নেছা (৬৫) অগ্নিদগ্ধ হওয়ায় তাকে মুকসেদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
