স্টাফ রিপোর্টার # লোভনীয় বেতন ও স্থায়ী করনের আশ্বাসের প্রস্তাবে দালালের মাধুমে রাজী হয়ে সাইপানে গিয়ে মানবেতর জীবন যাপন করছে শরীয়তপুর জেলার সখিপুর থানার চরভাগা গ্রামের নুরুল ইসলাম বকাউলের ছেলে শাহাদাত হোসেন তানিম । একই জেলার পার্শ্ববর্তী ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর গ্রামের কবির বকস শিকদারের ছেলে হাবিবুর রহমানের মাধ্যমে শাহাদাত হোসেন তানিম ১০ লক্ষ টাকার বিনিময়ে ৫ বছর পূর্বে সাইপানে যান , চুক্তি অনুযায়ী কোন কাজই করে নাই হাবিবুর রহমান। চুক্তি ছিল ভাল বেতনে চাকরি ও সাইপানের নাগরিকত্ব পাইয়ে দেওয়া কিন্তু কোনটাই করে নাই দালাল হাবিবুর রহমান । হাবিবুর রহমান নিজেও ঐ দেশে বসবাস করেন । কোন চুক্তি বাস্তবায়ন না হওয়ায় শাহাদাত হোসেনের পরিবার হাবিবুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের অবগত করেন । কিন্তু হাবিবুর রহমানের পরিবার কোন সমাধান না করে উল্টো শাহাদাত হোসেনের পরিবারকে প্রান নাশের হুমকি ও ভয় ভীতি দেখায় ।
কোন প্রতিকার না পেয়ে শাহাদাত হোসেন তানিম বাধ্য হয়ে এই বছরের সেপ্টেম্বর ২০২০ ইং মাসে প্যাসিফিক আম্বসম্যান ফর হিউমালিটেরিয়াল’ল (সাইপেন ) এর মাধ্যমে হাবিবুর রহমানের বিরুদ্ধে শ্রম পাচার অপব্যবহারের মামলা দায়ের করেন ।
হাবিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে ভয় ভীতি ও প্রাননাশের হুমকি দেবার কারণে শাহাদাত হোসেন তানিমের পিতা নুরুল ইসলাম বকাউল সখিপুর থানায় একটি জিডি করেন যার নং ৫১২ , তাং ১৪/১২/২০ ইং ।
সাইপান থেকে ফোনে শাহাদাত হোসেন তানিম জানান , বাংলাদেশ থেকে আরো ১২/১৪ জনকে সাইপানে এনে প্রতারনা করে পালিয়েছে তারাও এখন মানবেতর জীবন যাপন করছে ।