বিশেষ প্রতিবেদক।
ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা বাজারে আওয়ামী লীগ অফিসসহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুরের ঘটনায় ৫ আসামীকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে এ মামলার ৫ আসামীরা ফরিদপুরের ৩নং আমলী আদালতে জামিন নিতে আদালতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক মোঃ ফারুকুজ্জামান তাদের জামিন না মঞ্জুর করে হেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। যাদের জেলহাজতে পাঠানো হয়েছে তারা হলেন, আঃ সালাম মেম্বার, রাজু খান, মেহেদী ফকির, মিলন মোল্যা ও সুজন। মামলা সূত্রে জানাগেছে, গত ১৯ জুন সন্ধ্যায় তালমা বাজারে অবস্থিত আওয়ামী লীগ অফিসে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে সন্ত্রাসীরা। এসময় অফিসে থাকা চেয়ার,টেবিলসহ আববাবপত্র ও জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়। এসময় তারা মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও তার ছেলেকে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন পাটোয়ারী বাদী হয়ে গত ২১ জুন ৪২ জনকে আসামী করে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করে। মামলা দায়েরের পর থেকে আসামীরা পলাতক ছিল। এ মামলায় ৫ আসামী আদালতে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন বাতিল করে জেলহাজতে প্রেরন করে।
