ফরিদপুরের ডিবি পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের গোয়ালচামটস্থ শ্রীঅঙ্গন এলাকা তেকে রেজাউল করিম ওরফে বিপুল (৩৪) কে আটক করেছে। সে শহরের রঘুনন্দনপুর এলাকার বকুল খানের ছেলে। ডিবি পুলিশ জানায়, নানা অপকর্মের সাথে জড়িত থাকার অভিযোগ ছিল রেজাউল করিম বিপুলের বিরুদ্ধে। একাধিক অভিযোগের ভিক্তিতে ডিবি পুলিশের একটি দল সোমবার অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ডিবি পুলিশ জানায়, রেজাউল করিম বিপুল অনলাইন নিউজ পোর্টাল বার্তা টুয়েন্টিফোর ডট কমের ফরিদপুরের স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করতো বলে জানায়। আটককৃত বিপুলকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
